Objectives:
1. To bring the whole Education and Career ecosystem in one platform so that the students, parents, citizens from a very grassroots level could access the information easily.
2. Reducing the wastage of time, resources and life by balancing the Education-Skills-Profession-Lifestyle.
3. To bring the development of the country at a certain level by 2030/2041; highly utilizing the demographic dividend of the country.
Services:
1. All kinds of institutional information from kindergarten to university level according to administrative divisions of the country.
2. Besides the country, the education and career information of other countries will be compiled
3. All kinds of entrepreneurship opportunities at the home and abroad will be provided on this platform.
4. Information on events (education and career) will be allocated according to the geographical locations (City/county).
5. There will be an Alumni group (a Facebook group) for every institution in order to develop/funding the institutions.
6. Skill Development Training
7. Incubation for the startups (New ventures; Business Matching; Skill, knowledge and Technology transfer)
Consulting:
1. Education Counseling:
Counseling a student/guardian/any person in choosing the right education based on his/her physical, family, financial capacities.
2. Career Counseling:
Counseling services will be provided by the experts in selecting a career based on an individual’s education, skills and other competencies to
choose a career in-home or abroad.
3. Psychological Counseling:
Psychological counseling will be provided by an expert psychologist in the following situations of a student; personal, education, career,
psychological (Failure in exams, any kind of oppression in-home, educational institutions, workplaces, eve-teasing, sexual harassment), etc.
This Innovation will Solve the Following;
1. Will reduce the expenses (proper decision making, dropouts) during student life
2. Will reduce the expenses (decision making, skill development) during professional life
3. Will minimize the Unemployment Problem
4. Will impact highly on the national economy and GDP
5. Will be supportive to achieve the 2030 SDGs (Sustainable Development Goals) by the nations to a greater extent.
আকাঙ্ক্ষা-সক্ষমতা-দক্ষতা-পেশা-সমৃদ্ধি
শিক্ষা ও পেশা বাতায়ন
Motto: একটি স্বপ্ন – স্বপ্নপানে যাত্রা – জীবনাচরণ (Have a DREAM-Pursue the DREAM – Have a Lifestyle)
লক্ষ্য ও উদ্দেশ্য:
১। শিক্ষা ও কর্মসংস্থান প্রক্রিয়ার ইকোসিস্টেমটি সম্পূর্ণ একই ছাতার নিচে/একই প্লাটফর্ম এর মধ্যে নিয়ে এসে সকল তথ্যকে একেবারে তৃনমূল পর্যায়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সমাজে সর্বোচ্চ ভ্যালু এড করা।
২। শিক্ষা-দক্ষতা-পেশা-জীবনাচারন এর সমন্বয়ের মাধ্যমে; সময়, সম্পদ ও জীবনের অপচয় সর্বোচ্চভাবে রোধ করা।
৩। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেভিডেনট এর সর্বোচ্চ সদব্যবহার করে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত অর্থনীতির দেশে রুপান্তর করা।
সেবা সমুহ:
১। বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা অনুসারে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ধরনের শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ভর্তি তথ্য সহ সকল ধরনের তথ্য সেই সাথে পাঠীত বিষয়ের উপর ভিত্তি করে ক্যারিয়ারের প্রস্তুতি।
২। বাংলাদেশের পড়াশোনা ও ক্যারিয়ার তথ্য ছাড়াও একই ভাবে বিশ্বের সকল দেশের শিক্ষ্যা ও ক্যারিয়ার তথ্য।
৩। দেশে ও বিদেশে সকল ধরনের ব্যবসা উদ্যোগ প্রস্তুতি, ও অন্য সকল ধরনের তথ্য একই প্লাটফর্ম এ প্রদান করা।
৪। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহর কেন্দ্রিক সকল ধরনের ইভেন্ট এর তথ্য।
৫। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি করে এলাম্নাই গ্রুপ ফর্ম করে এলাম্নাইদের কে সংযুক্ত করে তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্ননয়ন করা।
৬। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন প্রদান।
পরামর্শঃ
১.শিক্ষা পরামর্শ: অভিজ্ঞ পরামর্শক দ্বারা আপনার সন্তান, প্রিয়জন বা যে কোন ছাত্র ছাত্রীর শারীরিক, পারিবারিক,
আর্থিক ইত্যাদী সক্ষমতা নিরূপণের মাধ্যমে দেশে বা বিদেশে সঠিক শিক্ষা মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে সঠিক
দিকনির্দেশনা প্রদান করা।
২.পেশা পরামর্শ: অভিজ্ঞ পরামর্শক দ্বারা আপনার সন্তান, প্রিয়জন বা যে কোন ছাত্র ছাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও
অন্যান্য দক্ষতার আঙ্গিকে দেশে বা বিদেশে সঠিক পেশা নির্বাচনে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করা।
৩.মনস্তাত্ত্বিক পরামর্শ: অভিজ্ঞ মনস্তত্ত্ববিদের দ্বারা যে কারোর ই বিশেষ করে ছাত্র ছাত্রী ও তরুনদের
ব্যাক্তিগত-শিক্ষা-পেশা সংক্রান্ত বিভিন্ন মনস্তাত্তিক সংকটে (পরীক্ষায় অকৃতকার্য, বাসায়, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠানে,
কর্মক্ষেত্রে ইত্যাদি জায়গায় ইভটিজিং, যৌন হয়রানি, বা অন্য যে কোন ধরনের নিপীড়নের স্বীকার) মনস্তাত্তিক পরামর্শ ও
সহযোগিতা প্রদান।
Stay Up To Date With The Latest News
Copyright © CRID 2025 all right reserved.